Barak ValleyEducation

শিলচরে ১০ দিনের সংস্কৃত ভাষা শিক্ষা শিবির সম্পন্ন

শিলচর পিএন সি ১২ এপ্রিল – মঙ্গলবার শহরের শিবালিক পার্ক দুর্গা মন্ডপে এক অনুষ্ঠানের মাধ্যমে দশ দিনের সংস্কৃত ভাষা শিক্ষা শিবিরের সমাপ্তি হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে আসাম বিশ্ব বিদ্যালয়ের হিন্দী বিভাগের সহকারী অধ্যাপিকা ড বেদপর্না দে শর্মা সংস্কৃত ভাষায় জ্ঞানার্জনের উপর গুরুত্ব আরোপ রাখেন।
এছাড়া এতে আসাম বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড গোবিন্দ শর্মা সহ কয়েকজন বক্তা ভাষন দেন।

Show More

Related Articles

Back to top button