Barak Valley

ঈদুল ফিতর : হাইলাকান্দিতে দুর্ঘটনা প্রতিরোধে বাইক চালকের উপর নজর রাখবে পুলিশ

জনসংযোগ, হাইলাকান্দি, ১৭ এপ্রিল : হাইলাকান্দিতে আসন্ন ঈদুল ফিতর পালনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে সুদৃঢ় করা যায় তা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে সোমবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসক নিসর্গ হিবরে’র পৌরোহিত্যে সভায় জেলার সব সার্কেল অফিসার, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ঈদগাহ/ মসজিদ কমিটির কর্মকর্তাগণ অংশ নেন।

সভায় জেলাশাসক হিবরে আসন্ন ঈদুল ফিতরের আগে হাইলাকান্দি পুর এলাকায় সাফাই অভিযান চালাতে এবং স্ট্রিট লাইট মেরামতি করতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে বলেন। পাশাপাশি তিনি প্রতিটি রাজস্ব চক্র ও থানা পর্যায়ের ঈদগাহ কমিটির সঙ্গে বৈঠক করতে সার্কেল ও থানাকে নির্দেশ দেন। সভায় জানানো হয় যে জাতীয় সড়কের পার্শ্ববর্তী সব কয়টি জমায়েত স্থল ঈদগাহতে ঈদের দিন ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ জওয়ান মোতায়ন করা হবে। পাশাপাশি ঈদগাহ কমিটি থেকে ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক মোতায়ন করতেও জেলাশাসক পরামর্শ দেন।

বৈঠকে অংশ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিডি বড়ো শান্তিপূর্ণ ঈদ উৎসব পালনের সব ঈদগা ও মসজিদ কমিটিগুলির সহযোগিতা কামনা করেন। বৈঠকে কয়েকজন বক্তা ঈদের দিন একশ্রেণীর বাইক চালক যাতে উৎসবের আনন্দে বেপরোয়া বাইক চালিয়ে দুর্ঘটনার মুখে পতিত না হন সে ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে অনুরোধ জানান।

বক্তাদের মধ্যে ছিলেন জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক হাফিজ আবুল হোসেন মাঝারভূইয়া, শামসুদ্দিন বড়লস্কর, জাকির হোসেন চৌধুরী, বদরুল ইসলাম মীরা, হাজি গিয়াস উদ্দিন লস্কর, আলী আকবর তালুকদার, শফিক উদ্দিন বড়ভূঁইয়া, প্রমুখ। এছাড়া সভায় অতিরিক্ত জেলাশাসক সপ্ততী এন্দো-ও অংশ নেন।

সভাপতির ভাষণে জেলাশাসক হিবরে কোন জরুরীকালীন পরিস্থিতিতে স্থানীয় সার্কেল অফিসার কিংবা থানার ওসি দের সঙ্গে অথবা বিপর্যয় মোকাবিলা শাখার ফোন নম্বর 1077-এ যোগাযোগ করতে বলেন।

Show More

Related Articles

Back to top button