Barak ValleyLifestyle
নববর্ষ উপলক্ষে কচিকাঁচাদের নতুন বস্ত্র তুলে দিল রবিবারের প্রজেক্ট গ্রুপের সদস্যরা৷

চরবাজার : বাংলা নববর্ষের দিন কচিকাঁচাদের নতুন বস্ত্র তুলে দিল রবিবারের প্রজেক্ট গ্রুপের সদস্যরা৷ গত শনিবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে এ উদ্যোগ নেন তারা৷ নববর্ষ উপলক্ষ্যে করিমগঞ্জ শহর সংলগ্ন বেতাইল এবং উমাপতি গ্রামে মোট ৬০ জন কচিকাঁচাকে নতুন বস্ত্র দেন, যাতে নববর্ষের দিন খুঁদেরা নতুন বস্ত্র গায়ে জড়াতে পারে৷ তাদের এমন কাজে খুশি বেতাইল এবং উমাপতি গ্রামের কচিকাঁচা ও তাদের অভিভাবকরা৷ এদিন প্রজেক্টের কাজে সক্রিয় ছিলেন অভ্রক দাস চৌধুরী, প্রদীপ দাস, পার্থ দাস, বিভাসচন্দ্র দাস সহ আরো অনেকে৷