Barak ValleyEducation

সরকারি ছুটি ছাড়াই বন্ধ হুসাইনিয়া হাইস্কুল, ক্ষোভ

কটামণি, ২০ এপ্রিল : সরকা‌রি কোনও ছু‌টি ছিল না। তবুও নিজের মৰ্জিমতো করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন কটামণি হুসাইনিয়া হাইস্কুল‌ বন্ধ রে‌খে ফের বিতর্কে জড়িয়েছেন প্রধানশিক্ষক। এ ঘটনায় এলাকার অভিভাবক ও শিক্ষানুরাগী মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

স্থানীয়‌ অভিভাবকদের অভিযোগ, গতকাল ছিল শবেবরাতের দিন। এ উপল‌ক্ষ্যে নিজের মর্জিমতো কাউকে কোনও আগাম সূচনা না দিয়ে এক‌দি‌নের জন্য স্কুল‌ ছু‌টি দি‌য়ে দিয়ে‌ছেন প্রধানশিক্ষক হাবিবুর রহমান। তাঁরা জানান, গতকাল তাঁদের ছেলেমেয়েরা যথাসময়ে স্কুলে গিয়ে দেখে স্কুল বন্ধ। ত‌বে দু-তিনজন শিক্ষ‌ক স্কু‌লে উপ‌স্থিত ছি‌লেন। ‌কিন্তু ছাত্র না থাকায় তাঁরা পাঠদান করতে পা‌রেননি।

এদিকে স্কুলে উপস্থিত শিক্ষক জামাল উদ্দিন এবং খছরুল ইসলাম জানান, তাঁরা স্কুলে গিয়ে প্রধানশিক্ষক হাবিবুর রহমানকে বার বার ফোন করেছিলেন, কী কারণে স্কুল বন্ধ, জানতে। কিন্তু প্রধানশিক্ষক তাঁদের ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

অন্যদিকে করিমগঞ্জের শিক্ষা বিভাগের দা‌য়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক বিপুল দাসকে ফোনযোগে ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানান। তাঁদের কাছে গোটা বিষয়‌টি শুনে বিস্ময় প্রকাশ ক‌রে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে নাকি আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধ‌রে নানা অভি‌যো‌গে অভিযুক্ত লোয়াইর‌পোয়া ব্ল‌কের কটাম‌ণি হুসাইনিয়া হাইস্কুল‌। কয়েকবার সংবাদ শি‌রোনা‌ম দখল করলেও কোনও হেল‌দোল নেই স্কুল কর্তৃপক্ষের। এতে এলাকার শিক্ষানুরাগী মহ‌লে চাপা ক্ষোভ বিরাজ কর‌ছে। এবার সরকা‌রি ছু‌টি ছাড়াই স্কুল বন্ধ রেখে আবার সংবাদ শিরোনাম দখল করেছে এই স্কু‌ল।

Show More

Related Articles

Back to top button