Assam
আসামের তিনসুকিয়ায় শিলাবৃষ্টি, বিস্তর ক্ষতি, সরকারের সাহায্যপ্রার্থী

সংবাদ সংস্থা, তিনসুকিয়া : আসামের তিনসুকিয়ায় এর আগে এমন শিলাবৃষ্টি হয়েছে কিনা জানা নেই।চারদিকে ভয়াবহ ক্ষতি হয়েছে। গাছ ভেঙে, ঘরবাড়ি ভেঙে মানুষ রাস্তায়। ঠিক শনিবার রাত থেকে এই বৃষ্টি শুরু হয়।
একঘন্টার মধ্যে সব তছনছ করে ফেলে। মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে না, বরফের বৃষ্টিই পড়ছে। আর সেই বরফ আজ সকাল অবধি এখনো গলেনি।
রাত প্রায় ১০.৩০ টা থেকে হওয়া শিলাবৃষ্টিতে অঞ্চলটির বেশ কয়েকটি জায়গার ভীষণ ক্ষতি হয়েছে।
শাক সবজির খেতের তো অবস্থা নেই।চালের টিন ফুটো হয়ে গেছে,চাল উড়িয়ে নিয়ে গেছে। তিনসুকিয়াবাসীর আকুতি, টিংরাইহাবি গ্রাম পঞ্চায়েতসহ যে জায়গাগুলোর ক্ষতি হয়েছে, তারা যেন উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে রক্ষা করেন।