Barak Valley

সলগইয়ে ট্রাকের পেছনে অল্টোর ধাক্কা, আহত ২

পাথারকান্দি : অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হলেন ২ ব্যক্তি৷ ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাতে বাজারিছড়া থানা এলাকার সলগই এলাকার বাবা হোটেল সংলগ্ন স্থানে৷

জানা গেছে, এ দিন রাত ৮টা নাগাদ লোয়াইরপোয়া অভিমুখে যাওয়া একটি অল্টো গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়৷ এতে অল্টোর সামনের অংশ পুরোপুরি মুচড়ে যায়৷ যার ফলে অল্টোর চালক শ্যাম কোঁওর সহ ২ যাত্রী আহত হন বলে পুলিশ সূত্রে জানা গেছে৷

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতরা হাসপাতালে চলে যান৷ পরবর্তীতে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অল্টো ও ট্রাকটি হেফাজতে নেয়৷ বর্তমানে গাড়ি ২টি বাজারিছড়া থানায় আছে৷

Show More

Related Articles

Back to top button