Barak ValleyEducation
ইদ উপলক্ষে ২৩ BPL ছাত্রকে নতুন বস্ত্র দিল কিডজি

করিমগঞ্জ : ইদ-উল-ফিতর উপলক্ষে করিমগঞ্জে ২৩ BPL ক্যাটাগরির ছাত্রকে নতুন পোশাক বিতরণ করা হয়৷ শুক্রবার ভিগিওর সোসাইটি পরিচালিত প্রাইভেট স্কুল লিটিল এঞ্জেল স্কুল (কিডজি) এই বস্ত্র বিতরণ করে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল অরুন্ধতী সোম দেব সহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা৷