Barak Valley
মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে করিমগঞ্জের মুমূর্ষু রোগীদের অর্থ সাহায্য

করিমগঞ্জ, ২৩ এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করিমগঞ্জের কুড়িজন মুমূর্ষু রোগীকে অর্থ সাহায্য করা হয়েছে। আজ রবিবার জেলা বিজেপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উন্নত চিকিত্সার জন্য রোগীর পরিবারের সদস্যদের হাতে দশ হাজার টাকা চেক তুলে দেন উত্তর করিমগঞ্জের চার বারের বিধায়ক (প্রাক্তন) তথা বর্তমান অসম পরিবহণ নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ শহর মণ্ডল বিজেপি উপ-সভাপতি দীপজয় দাস, অনুপ সেন, মান্না শীল, দিলীপ চৌধুরী প্রমুখ।