
কালিগঞ্জ : কালিগঞ্জের বাগবাড়ি গ্রামের বাসিন্দা কবি-সাহিত্যিক পুরুষোত্তম ভট্টাচার্যকে কলকাতায় প্রদান করা হল এ বছরের ‘ভারত গৌরব পুরষ্কার – ২০২৩’৷ সোমবার মহাবঙ্গ সাহিত্য পরিষদের পক্ষ থেকে কলকাতার নন্দন চত্বরের অবনীন্দ্র সভাঘরে কবি পুরুষোত্তম ভট্টাচার্যকে তাঁর সাহিত্য কর্মের জন্য এই পুরষ্কার প্রদান করা হয়৷
কলকাতার মহাবঙ্গ সাহিত্য পরিষদ সাহিত্যে অবদানের জন্য এই পুরষ্কার প্রদান করেছে বরাক উপত্যকা তথা কালীগঞ্জের সুসন্তান কবি-সাহিত্যিক পুরুষোত্তম ভট্টাচার্যকে৷