করিমগঞ্জ জেলার ১৪টি জিপিতে জন সুরক্ষা স্কিমে ব্যাঙ্কগুলির বিভিন্ন পরিষেবা প্রদান

জনসংযোগ, করিমগঞ্জ : জন সুরক্ষা স্কিমের অধীনে করিমগঞ্জ জেলার ৯৫টি জিপিতে জেলার সবকয়টি ব্যাঙ্কের উদ্যোগে এবং ওই এলাকার স্থানীয় শাখার সহযোগিতায় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৩ মাসব্যাপী ব্যাঙ্কিং পরিষেবা প্রদান ও সচেতনতা কার্যসূচি চলছে৷ এর উদ্দেশ্য হচ্ছে জন সুরক্ষা স্কিমে জনগণের অংশীদারিত্ব আরও বাড়ানো৷
এতে করিমগঞ্জের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার জানিয়েছেন, এই কর্মসূচির অধীনে PMJJBY ও PMSBY-তে এনরোলমেন্ট, Bank Account-র সঙ্গে Aadhar-র সংযুক্তিকরণ, ছাত্র-ছাত্রীদের Bank Account খোলা এবং আর্থিক ডিজিটাল স্বাক্ষরতা প্রদান করা হচ্ছে৷
এই উদ্দেশ্যে ১১, ১৮ ও ২১ এপ্রিল, জেলার ৪৫টি জিপিতে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷ পাশাপাশি আগামী ২৭ এপ্রিল, বৃহস্পতিবার সুতারকান্দি-কুরিখালা, পাতিয়ালা, মৈনা, রাতাবাড়ি, লাতু, বুরঙ্গা, লাতু-সজপুর, বাজারঘাট, সুভাষনগর, দত্তপুর, চান্দখিরা, পুতনি, কৃষ্ণনগর, উমরপুর ও বিনোদিনী জিপিতে অনুরুপ কর্মসূচি অনুষ্ঠিত হবে৷ সংশ্লিষ্ট জিপি এলাকার জনগণকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷