Barak ValleySports

রাজ্য হকি দলের বাছাই পর্বে ভাংগা মডেল হাইস্কুলের অর্ণব জ্যোতি দে

ভাঙ্গা : গৌহাটিতে অনুষ্ঠিত মৌলানা তাইবুল্লাহ হকি স্টেডিয়ামে রাজ্যপর্যায়ের বাছাই পর্বে করিমগঞ্জ জেলা থেকে তিনজনের মধ্যে ভাঙ্গা মডেল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র অর্ণব জ্যোতি দে সুযোগ লাভ করে। বাছাইপর্ব শেষে সাব জুনিয়র হকি টিমকে উড়িষ্যার রউরকেল্লায় ভারতের রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় পাঠানো হবে। অর্ণবের এই সুযোগে বৃহত্তর ভাঙ্গা এলাকা তথা মডেল হাই স্কুল কতৃ পক্ষ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে খুশির জোয়ার বইছে। মডেল হাই স্কুল কর্তৃপক্ষ আশাবাদী রাজ্য পর্যায়ের বাছাই পর্বে অর্ণব সুযোগ পাবে, সবার কাছে আশীর্বাদ কামনা করছে মডেল হাই স্কুল একই সাথে করিমগঞ্জ জিলা হকি সংস্থাকে ও ধন্যবাদ জ্ঞাপন করছে।

এদিকে লার্ণাস সোসাইটি ভাঙ্গার সভাপতি ও সম্পাদক যথাক্রমে প্রশান্ত কুমার পাল এবং এমাদুল ইসলাম চৌধুরী অর্ণবের এই সুযোগকে খেলা ধুলার জগতে এক মাইলফলক উল্লেখ করে অর্ণবের সাফল্য কামনা করেন।

Show More

Related Articles

Back to top button