Barak Valley
মণিপুরে আটকে পড়া করিমগঞ্জের বাসিন্দাদের তথ্য দিতে নম্বর জারি

জনসংযোগ, করিমগঞ্জ, ৭ মে : মনিপুর রাজ্যের বর্তমান অশান্তির পরিস্থিতিতে ওই রাজ্যে আটকে পড়া করিমগঞ্জ জেলার ব্যক্তিদের উদ্ধারের জন্য তথ্য জমা দিতে তাদের আত্মীয়দের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এতে করিমগঞ্জের এডিসি ও ডিডিএমএ-র সিইও এক গণ আবেদন যোগে জানিয়েছেন, এধরনের আটকে পড়া ব্যক্তিদের তথ্য নিকটবর্তী পুলিশ স্টেশনে অথবা পুলিশ কন্ট্রোল রুম ৮০৯৯৬৬২২৭৫ নম্বরে জানাতে হবে। পাশাপাশি, ডিইওসি, ডিডিএমএ, করিমগঞ্জ ৯১০১৮৮৯৫৭৩, ৯১০১৫৫০১২০, ৮০১১৫৭১৩৮৪ এই নম্বরগুলিতেও আটকে পড়া ব্যক্তিদের তথ্য জানানো যাবে।