বিদ্যুতের প্রিপেইড মিটার প্রত্যাহার করার দাবিতে শিলচরে উত্তাল প্রতিবাদ

শিলচর, ১৫ মে : প্রিপেইট মিটার প্রত্যাহারের দাবিতে আজ সোমবার নাগরিকদের উত্তাল প্রতিবাদে কেঁপে উঠেছে কাছাড় জেলা সদর-শহর শিলচর। শিলচরে অবস্থিত শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে শতাধিক নাগরিক কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
প্রিপেইড মিটারের বিরোধিতা করে শিলচরে নাগরিকদের প্রতিবাদ মিছিল বের হতেই পুলিশ মিছিলে বাধা প্রদান করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। মিছিল চলাকালীন পুলিশ ও জনতার মধ্যে ঠেলাধাক্কা ও হাতাহাতি শুরু হয়।
তবে পুলিশকে পেছনে ফেলে শতাধিক মানুষের মিছিল এগিয়ে নিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। শেষে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে জেলাশাসককে স্মারকপত্র প্রদান করা হয়। অতি সত্বর প্রিপেইড মিটার প্রত্যাহার করা না হলে আগামীতে আন্দোলন আরও বৃহত্ আকার ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। মিছিলে কংগ্রেস, এআইডিএসও, আম আদমি পার্টি ও বিভিন্ন সংগঠন সহ শহরের বেশ কয়েকজন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী পা মিলিয়েছেন।