ছাত্রীকে যৌন হেনস্তা স্কুল-অধ্যক্ষের, অভিযোগ, উত্তপ্ত করিমগঞ্জ

করিমগঞ্জ, ১৮মে : ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক স্কুল-অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ভারত-বাংলা সীমান্ত শহর করিমগঞ্জ। প্রতিবাদে এবং অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান ধরনা বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের। পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন করিমগঞ্জ সদর সহ বদরপুর থানার পুলিশ কর্তারা।
অভিযোগ, করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর থানাধীন ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আছার উদ্দিন তাঁরই স্কুলের এক ছাত্রীকে যৌন হেনস্তা করেছেন। ঘটনার বিবরণ দিয়ে আজ বৃহস্পতিবার বদরপুর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। যৌন হেনস্তার শিকার ছাত্রীটি অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। চিকিত্সা চলছে তার। ঘটনাটি চাউর হলে উত্তেজনা ছড়িয়েছে জেলা জুড়ে।
ঘটনা সম্পর্কে করিমগঞ্জের সদর ডিএসপি গীতার্থ দেবশর্মা জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্ত স্কুলের অধ্যক্ষ আছার উদ্দিন পলাতক। পুলিশ তাঁকে ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েছে, জানান ডিএসপি সদর গীতার্থ দেবশর্মা।