Barak Valley
এ বার বদরপুর স্টেশনে গাঁজা সহ ধরা পড়ল ২ মহিলা

বদরপুর : বেশ কিছুদিন থেকে সংবাদ শিরোনাম দখল করে রেখেছে বদরপুর রেল স্টেশন৷ বদরপুর রেল স্টেশন থেকে একের পর এক মাদক সামগ্রী সহ ধরা পড়ছে পাচারকারীরা৷ এ বার ত্রিপুরা সুন্দরী ট্রেন থেকে বৃহৎ পরিমাণ গাঁজা বর্হিরাজ্যে পাচারের সময় ধরা পড়ল ২ মহিলা৷ বদরপুর GRP ও RPF পুলিশ তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করেছে৷ আটক পাচারকারীরা হল বিহার রাজ্যের পাটনা জেলার সঙ্গীতা দেবী, রুবী কুমারী৷