অবশেষে বরখাস্ত অধ্যক্ষ

করিমগঞ্জ, ২০ মে : অষ্টম শ্রেণির জনৈক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন করিমগঞ্জ জেলার ভাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আসার উদ্দিন। মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধিকর্তা মমতা হোজাই স্বাক্ষরিত এক আদেশে আজ শনিবার তাঁকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্কুলের এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল স্কুল-অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ভারত-বাংলা সীমান্ত শহর করিমগঞ্জ। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে করিমগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান ধরনা কর্মসূচি পালন করে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন।
গতকাল শুক্রবার ভাঙ্গায় এ নিয়ে প্রতিবাদী কর্মসূচিতে পালন করে বিভিন্ন সংগঠন। জেলাশাসক সহ পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করা হয়। যদিও তিনদিন থেকে মুক্ত আকাশের নীচে অভিযুক্ত শিক্ষক।
আজ শনিবার করিমগঞ্জের জেলা স্কুলসমূহের পরিদর্শকের এক প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় তরফে পদক্ষেপ নেওয়া হয়। এর পর তাঁকে বরখাস্তের নির্দেশ জারি করেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধিকর্তা মমতা হোজাই।