Barak Valley
মঙ্গলবার হাইলাকান্দিতে রাজ্যপাল

জনসংযোগ, হাইলাকান্দি, ২০ মে : রাজ্যপাল গোলাব চান্দ কাটারিয়া মঙ্গলবার হাইলাকান্দি সফরে আসছেন। ওই দিন তিনি বিকেল ৪টা ১৫ মিনিট নাগাদ হাইলাকান্দিতে এসে পৌঁছাবেন। বিকেল পাঁচটায় তিনি জেলা শাসকের সভাপতি জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে জেলায় বাস্তবায়ন করা কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মসূচি গুলির রিভিউ করবেন।
এরপর তিনি হাইলাকান্দিতে রাত কাটিয়ে বুধবার সকাল সাড়ে আটটায় শিলচর চলে যাবেন। এদিকে রাজ্যপালের হাইলাকান্দি জেলা সফর উপলক্ষে শনিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের এক সভা অনুষ্ঠিত হয়। জেলাশাসক নিসর্গ হিবরে’র পৌরোহিত্যে সভায় সব বিভাগকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।