Barak Valley
করিমগঞ্জ পৌরসভার রমণীমোহন বাজারে টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ, ২৪ মে : করিমগঞ্জ পৌরসভার স্বত্ব দখলীয় রমণী মোহন পৌরসভার বাজারে আগামী ১ লা জুন থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ১০ মাসের জন্য তোলামুটি বা টোল আদায়ের উদ্দেশ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। করিমগঞ্জের পৌরপতি জানিয়েছেন দরপত্র সিলমোহর যুক্ত খামে আগামী ২৯ মে সোমবার বেলা দুইটার মধ্যে করিমগঞ্জ পৌরসভা কার্যালয় জমা দিতে হবে।
এতে দরপত্র দাতাগণ বায়নার টাকা পৌরসভা কার্যালয়ে জমা দিয়ে জমার রশিদ দরপত্রের সাথে যুক্ত করে দিতে হবে। বায়নার টাকা ছাড়া দরপত্র জমা দেওয়া যাবে না। উল্লেখ্য ওই ১০ মাসের জন্য দরপত্রের ভিত্তিমূল্য ৬ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। দরপত্র সংক্রান্ত বিস্তারিত বিবরণ করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ে পাওয়া যাবে।