Barak Valley
রামনগরের খেলমায় বিধ্বংসী অগ্নিকান্ডে সিলিন্ডার ফেটে পুড়ে ছাই ৮টি বসতবাড়ি

শিলচর : অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল বাসগৃহ৷ শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে৷ শিলচর রামনগর খেলমা এলাকায় দয়ানন্দ সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে৷ এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দয়ানন্দ সিংহের ভাড়াটে ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে৷ এসবের মধ্যে ২টি গ্যাস সিলিন্ডার ফেটে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ দেখতে দেখতে পুরো বাসগৃহ ভস্মীভূত হয়ে যায়৷