করিমগঞ্জে জলসঙ্কট নিরসনে ও পানীয় জলের সমস্যার একাধিক দাবি নিয়ে বাস্তুকারকে স্মারকপত্র ‘আড্ডা’র

করিমগঞ্জ : পৌর এলাকায় তীব্র পানীয়জলের সঙ্কট নিয়ে PHE-র EE-র কাছে স্মারকপত্র পেশ করলেন ‘করিমগঞ্জের আড্ডা’র প্রতিনিধিরা৷ বৃহস্পতিবার স্মারকপত্র প্রদানকালে শহরের পানীয় জলের তীব্র সঙ্কট নিয়ে বাস্তুকারের সঙ্গে আলোচনা হয় তাঁদের৷
জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সরবরাহ জলের উপর নির্ভরশীল শহরের জনগণ৷ ফলে PHE-র সরবরাহ করা জলের উপর নির্ভরশীল শহরের মানুষ জল না পেয়ে ব্যতিব্যস্ত৷ নিয়মিত জল থেকে বঞ্চিতদের দুর্দশার কথা এদিন বাস্তুকার এবি দাসের কাছে তুলে ধরা হয়৷ ১ ঘন্টার পরিবর্তে ২০/২৫ মিনিট জল সরবরাহ ফলে যে নাগরিক সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই বিষয়টিও তুলে ধরা হয়৷
পরে তাঁদের দাবি অনুযায়ী সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান EE. তিনি জানান, আগামী মার্চের মধ্যে শহরের পানীয় জলের সঙ্কট দূর হয়ে যাবে৷ ৫টি নতুন water tank বসবে শহরে৷ টাকা মঞ্জুর হলেই কাজ শুরু হবে৷ উপস্থিত ছিলেন, পিকে রায়, অপূর্ব দত্ত, সুখেন্দু বিকাশ পাল, দীপঙ্কর ঘোষ, সুনীত দত্ত, শ্যামল চৌধুরী, অরূপরতন দাস, নির্মাল্য দাস, পিকে দেব প্রমুখ৷