Updates

মেঘালয়ের সোনাপুর টানেলের কাছে ব্যাপক ধস, আবদ্ধ হাজারো পণ্য ও যাত্রীবাহী গাড়ি

সোনাপুর, ২৭ মে : মেঘালয়ের বুক চিরে ধাবিত গুয়াহাটি-বরাক উপত্যকা ৬ নম্বর জাতীয় সড়কের সোনাপুরে ব্যাপক ধস নেমেছ।সোনাপুর টানেলের সম্মুখবর্তী জাতীয় সড়কের ওপর পাহাড় থেকে মাটি ধস পড়ায় হাজার হাজার ভারী পণ্যবাহী লরি এবং যাত্রীবাহী ছোট ও বড় গাড়ি রাস্তার দু পাশে আটকে পড়েছে। তবে সৌভাগ্যবলে ভয়াবহ এই বিপর্যয়ে প্রাণহানীর কোনও খবর পাওয়া যায়নি।

ঘটনা আজ শনিবার ভোররাতের দিকে সংঘটিত হয়েছে। গতকাল থেকে ভারী বৃষ্টিপাতের দরুন মেঘালয়ের সোনাপুর থেকে কাছাড় (অসম) জেলার রাতাছড়া পর্যন্ত আরও কয়েকটি জায়গায় ধস পড়ার আশংকা দেখা দিয়েছে। একটি স্থানে ধস পড়ায় দেশের অন্য অংশের সঙ্গে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে গেছে বরাক উপত্যার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এবং ত্ৰিপুরা, মিজোরাম ও মণিপুরের একাংশ।

এদিকে মাটির স্তূপ সাফাই করে জাতীয় সড়ককে যান চলাচলের উপযোগী করে তুলতে ব্যাপক কসরত করছেন বিআরও-র জওয়ানরা।

Show More

Related Articles

Back to top button