করিমগঞ্জের সলগইয়ে কুড়ি ফুট গভির খাদে বাইক, অক্ষত চালক

লোয়াইরপোয়া ও পাথারকান্দি : করিমগঞ্জ জেলার অন্তর্গত অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক পথ ধরে মোটর বাইকে চেপে মিজোরাম যাচ্ছিলেন। কিন্তু সলগই এলাকায় আসার পর জাতীয় সড়ক থেকে প্রায় কুড়ি ফুট গভীর খাদে বাইক নিয়ে পড়ে যান চালক হোসেন মহম্মদ ইয়াহিয়া। তবে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েও অক্ষত থেকে প্রাণে বেঁচে যান তিনি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ পাথারকান্দি থানাধীন লক্ষ্মীপুরের জনৈক আব্দুল নুরের পুত্র, পেশায় মিজোরামের চাম্পাই জেলার সহকারী ঠিকাদার বছর ২৫-এর হোসেন মহম্মদ ইয়াহিয়া নিজের এএস ১০এফ ২৬৩৭ নম্বরের মোটর বাইক নিয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। তাঁর বাইকটি বাজারিছড়া থানাধীন সলগই বাজার এলাকা অতিক্রম করে সামনের ব্রিজের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আগত অন্য একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারতে পারে বলে ধারণা হয় বাইক চালকের। এই ধারণার বশে তিনি পাশ কাটলে বাইকটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে। ফলে বাইক-চালক সেতুর রেলিং পেরিয়ে প্রায় কুড়ি ফুট গভীরে হাতাইছড়ায় ছিটকে পড়েন।এতে তাঁর শরীরের কয়েকটি জায়গায় নামমাত্র আঘাত লাগে।