পাচারের পথে পাথারকান্দি পুলিশের জালে ড্রাগস সহ আটক ১, বাজেয়াপ্ত বাইক

পাথারকান্দি : পাচারের পথে পাথারকান্দি পুলিশের পাতা জালে ড্রাগস সহ ধরা পড়ল এক যুবক৷ পাশাপাশি পুলিশ তার ব্যবহৃত মোটর বাইকটিও জব্দ করেছে৷ ধৃতের নাম নাসির উদ্দিন৷ বয়স ৩৫৷ বাবার নাম আহমদ আলি, বাড়ি পাথারকান্দির মধুরবন্দ সংলগ্ন খিলেরবন্দে৷ জানা গেছে, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস গোপণ সূত্রের ভিত্তিতে স্থানীয় পুলিশ অভিযানে নেমে এমন সাফল্য পায়৷
শনিবার সকালে নাসির উদ্দিন নিজের ML-05 H-9614 নম্বরের বাইক চেপে ড্রাগস পাচার করতে টিলাবাড়ি এলাকায় পৌঁছালে পাথারকান্দি থানায় ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারির নেতৃত্বে একদল পুলিশ তার পিছু ধাওয়া করে তাকে ড্রাগস পাচারের আগেই হাতেনাতে ধরে ফেলে৷ তার বাইকে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেটে মোট ৬১ গ্রাম ব্রাউনসুগার জাতীয় ড্রাগস ও ৬৫টি প্লাস্টিকের কৌটায় আর ২ গ্রাম ড্রাগস উদ্ধার করে পুলিশ৷ যার কালোবাজারি মূল্য ১০ লক্ষ টাকার মত হবে বলে পুলিশ জানিয়েছে৷ বর্তমানে ড্রাগস সহ আটক যুবককে থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ৷