Barak Valley
বদরপুর জাতীয় সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বদরপুর : বদরপুর ৬ নং জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে মৃত্যু একজন ট্রাক চালকের । বদরপুর থেকে করিমগঞ্জ অভিমুখে যাওয়া এ এস ০১ জী সি ৭৪৪৭ নাম্বারের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আশা এ এস ০১ ই সি ৭৯৭৮ নাম্বারের একটি ট্রাক ।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ এস ০১ জি সি ৭৪৪৭ নাম্বার ট্রাকের চালক করিমগঞ্জ জেলার বাকরসাল গ্রামের বাবর হোসেন এবং গুরুতর আহত বিপরীত মুখী ট্রাকের চালক ত্রিপুরা রাজ্যের কাঞ্চনবাড়ী এলাকার বিকাশ দাস । তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাটি এতোটাই ভয়ঙ্কর ছিল যে হত চালক বাবর হোসেন এর একটি হাত জাতীয় সড়কের উপর কেটে পড়ে । মরনোত্তর দেহ পরিক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় বাবর এর মৃতদেহ।