বরাকে চলা ট্রেনে নতুন কামরা চেয়ে রেলমন্ত্রীকে ই-মেল

রেলযাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ
শিলচর (পিএনসি) ১৫ জুন – উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বরাক উপত্যকার রেল যাত্রীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে চলেছে ।
এমন অভিযোগ করেছেন প্রবীণ সাংবাদিক তথা উত্তর পূর্ব রেল যাত্রী সংস্থার সভাপতি হারাণ দে।
হারাণ বাবু রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এক ইমেইল পাঠিয়ে বলেছেন যে বরাক উপত্যকা ও গুয়াহাটি ইত্যাদি কিছু স্থানের মধ্যে যে সকল ট্রেন চালানো হয় এর কামরা গুলো থাকে পুরোনো ও ভাঙ্গা চেরা। ফলে এই এলাকার যাত্রী সাধারণ ট্রেন চড়ে আরাম তো পান ই না বরং অসুবিধার সম্মুখীন হন। অনেক ক্ষেত্রে শৌচাগার ও শীতাতপ ব্যবস্থা থাকে ত্রুটিপূর্ণ। আগে মিটার গেজের দোহাই দিয়ে বলা হতো যে নতুন বগী নির্মাণ বন্ধ। তাই এখন তো ব্রড গেজ – তাই কেন নতুন বগী ইত্যাদি দেওয়া হচ্ছে না ?:রেল মন্ত্রীর কাছে হারাণ বাবু প্রশ্ন তোলেন ।তিনি অবিলম্বে বরাক উপত্যকার জন্য ট্রেনের নতুন কামরা ইত্যাদি যোগানের ব্যবস্থা করতে রেলমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।