Barak Valley
করিমগঞ্জের শনবিলে বজ্রপাত, মৃত্যু যুবকের

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলার শনবিলে বজ্রপাতে মৃত্যু হয়েছে জনৈক যুবকের। মৃত যুবক শনবিল ফাকুয়া গ্রামের বাসিন্দা পতিকলাল দাসের ছেলে প্রিয়রঞ্জন দাস বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ শনিবার। আজ বেলা প্রায় একটা নাগাদ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়ির পাশে নিজেদের পুকুরে কাজ করতে যায় প্রিয়রঞ্জন। সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টিপাতের মধ্যেই আচমকা বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পরে প্রিয়রঞ্জন দাস।
নিজের চোখের সামনে ছেলের অকালমৃত্যুতে বাকরুদ্ধ হয়ে যান বাবা পতিকলাল দাস। অত্যন্ত নম্র ও বিনয়ী স্বভাবের এই যুবকের অকালমৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।