Barak Valley

কবি সুচরিতা সিংহের ‘হমাজি’ সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক উন্মোচন করিমগঞ্জে

আমির হোসেন, করিমগঞ্জ :কবি সুচরিতা সিংহের সম্পাদিত ‘হমাজি’ নামের দ্বিভাষিক ষান্মাসিক সাহিত্য পত্রিকার দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করলেন ড. তাপসী সিংহ সহ বিশিষ্টজনেরা। শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জে সুচরিতার বাসভবনে আনুষ্ঠানিক ভাবে পত্রিকাটি উন্মোচন করা হয়। অতিথি বরণের পর সম্পাদিকা সুচরিতা সিংহ তার স্বাগত বক্তব্যে বলেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও বাংলা উভয় ভাষার কবিতা হমাজি পত্রিকায় স্থান দেওয়া হয়। মূলত নারীদের কলম ধারণের অভ্যাস গড়ে তুলতে এবং ভাষা অলংকারের কারুকার্যতা আয়ত্বে আনতে এই ক্ষুদ্র প্রয়াস মাত্র। পত্রিকাটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন উন্মোচক ড. তাপসী সিংহ ও আমন্ত্রিত অতিথি আবুল খয়ের। কবিতা পাঠ করেন শিবানী গুপ্ত, ছন্দা দাম, স্মৃতি সিংহ, সীমা শর্মা, সুচরিতা সিংহ ও ড. তাপসী সিংহ। প্রধান শিক্ষক আবুল খয়ের ও জয়দীপ দেবকে অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়। পত্রিকাটির সাফল্য ও শুভকামনা করে শুভেচ্ছা জানান বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সুরধনী সিংহ, কবি নন্দা সিংহ, পুলকেশ সিংহ, শ্রেয়সকান্তি সিংহ, শুভদীপ সিংহ প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ছন্দা দাম।

Show More

Related Articles

Back to top button