হাইলাকান্দি তে বিহু নৃত্য শিল্পীদের ২৫ হাজার টাকার অনুদান প্রদানশিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান মন্ত্রী পরিমলের

জনসংযোগ, হাইলাকান্দি, ১ জুলাই : রাজ্যের পরিবহন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গিনিস বুক অফ ওয়াল্ড রেকর্ডের জন্য বিহু নৃত্য পরিবেশন কারী হাইলাকান্দি জেলার ২১ জন শিল্পীকে ২৫ হাজার টাকা করে সাম্মানিক ও সার্টিফিকেট তুলে দিয়েছেন। শনিবার হাইলাকান্দির জেলা শাসকের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এই সার্টিফিকেট ও সাম্মানিক তুলে দেওয়া হয় হাইলাকান্দির ২১ জন বিহু নৃত্য শিল্পীর মধ্যে কুড়ি জন চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করলেও অতিরিক্ত একজনকেও ২৫ হাজার টাকার আর্থিক পুরষ্কার প্রদান করা হয়।এর আগে আরও সাড়ে দশহাজার টাকা পেয়েছিলেন শিল্পীরা ।এদিন আসাম সরকারের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য হাইলাকান্দি জেলার শিল্পীদের অভিনন্দন জানিয়ে রাজ্য সরকার ও স্কিল ইণ্ডিয়ার পক্ষ থেকে পৃথক পৃথক দুইটি প্রশংসা পত্র প্রদান করেন। এদিন কুড়ি জনকে প্রশংসা পত্র প্রদান করা হয়। অতিরিক্ত একজনকে প্রশংসা পত্র প্রদান করা হয়নি তবে অর্থ এসে গেছে বলে জানান জেলা শাসক নিসর্গ হিবরে।
এদিন হাইলাকান্দি জেলা শাসকের সভা কক্ষে এই বহু প্রতিক্ষিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাসক নিসর্গ হিবরে। এছাড়া পুলিশ সুপার লীনা দোলে ও প্রাসঙ্গিক বক্তব্য পেশ করে শিল্পীদেরকে শুভেচ্ছা জানান।প্রসঙ্গত বিগত ১৪ এপ্রিল গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে একই প্রাঙ্গনে প্রায় সাড়ে ১২ হাজার শিল্পী দের উপস্থিতিতে গিনিস বুক অফ ওয়াল্ড রেকর্ড করে আসামের বিহু নৃত্য। হাইলাকান্দি জেলার ২০ জন শিল্পী এতে অংশ গ্রহণ করেন। আর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এদিন প্রশংসা পত্র প্রদান করা হয়। রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিল্পী দের অভিনন্দন জানিয়ে আগামী দিনেও দায়িত্ব সহকারে শিল্প- সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই কে আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় দৈমারী এবং বিজেপির দুই কর্মকর্তা স্বপন ভট্টাচার্য ও স্বপন পাল সহ অন্যান্য আধিকারিকগন উপস্থিত ছিলেন। এতে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর অন্তর্ভুক্ত বিহু নৃত্যের উপর একটি ভিডিও চিত্রও প্রদর্শন করা হয়।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শংকর চৌধুরী।