Updates
পিআরসির জন্য সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে যোগাযোগের আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ৩ জুলাই : হাইলাকান্দি জেলার সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার প্রাক্তন সেনাকর্মী অথবা তাদের বিধবাদের সন্তানের উচ্চ শিক্ষার ক্ষেত্রে পিআরসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য তার কার্যালয়ে যোগাযোগ করতে আবেদন জানিয়েছেন। সঙ্গে আবেদনকারীর রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো, বার্থ সার্টিফিকেট, এইচ এস এল সি সার্টিফিকেট, ডিসচার্জ বুক, সার্ভিস পার্টিকুলার্স, এক সার্ভিসমেন্ট আইডেন্টিটি কার্ড এবং ডিপেন্ডেন্ট আইডেন্টিটি কার্ড জমা দিতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।