Updates

PMAY বাস্তবায়নে রাজ্যকে দেশের শীর্ষে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী : বিজয়

রামকৃষ্ণনগর : বৃহস্পতিবার রাজ্যে একসঙ্গে ৩ লক্ষ জনতা প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকাঘরে গৃহপ্রবেশ করলেন৷ গরিব মানুষের কাছে এটা আনন্দের দিন৷ আর রাজ্যবাসীকে এমন সুখে রাখতেই কেন্দ্র ও রাজ্য সরকারের জনদরদী প্রকল্প বাস্তবায়িত করতে তৎপর রয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ এই যোজনার এক সুবিধাপ্রাপককে গৃহপ্রবেশ করিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিমত ব্যক্ত করলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷

তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বলেন, নতুন ইতিহাস তৈরির জন্য সবসময় সংকল্পবদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী৷ নিত্য নতুন ধারণা ও সফল প্রয়োগের জন্যই তিনি ভারতবাসীর কাছে খুবই উজ্জ্বল মুখ৷ বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন দেশকে উচ্চতায় পৌঁছাতে সংকল্পবদ্ধ, তেমনি হিমন্ত বিশ্ব শুধু অসম নয়, উত্তর-পূর্বাঞ্চলকে নিয়ে ভাবেন৷

প্রতিটি সরকারি প্রকল্প যাতে সফলভাবে বাস্তাবায়িত হয়, সেদিকে তাঁর নজর রয়েছে৷ যার ফলে সরকারি আমলাদের যেমন পিছু ছাড়েন না, তেমনি দলীয় বিধায়ক-সাংসদদেরও উন্নতিকল্পে এলাকা পরিদর্শনের জন্য চাপ সৃষ্টি করেন৷ বিধায়ক বলেন, এখন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার একটাই সংকল্প, এ রাজ্যকে স্বনির্ভর করে তোলা৷ এজন্য তিনি দিন-রাত ভাবেন৷

এদিন বিধায়ক কংগ্রেসের সমালোচনা করে বলেন, কিছু প্রকল্প কংগ্রেস চালু করলেও এগুলি তদারকি না করায় আবাস যোজনা চলছে এখনও৷ কিন্তু বিজেপি সরকার হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা যুদ্ধকালীন তৎপরতায় চালিয়ে যাচ্ছে৷ দু’বছরের মধ্যে গোটা দেশে সবার পাকাঘর হবে৷ অথচ, কংগ্রেস আমলেই তা শেষ হয়ে যেতো, যদি আন্তরিকভাবে নেতারা কাজ করতেন৷ তিনি উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন৷

Show More

Related Articles

Back to top button