Barak Valley

‘ভুল’ চিকিৎসা! নার্সিংহোমে ৯ মাসের শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত করিমগঞ্জ, মামলা-পাল্টা মামলা

করিমগঞ্জ, ১৩ জুলাই : ‘ডাক্তারের ভুল চি‌কিত্‍সায়’ করিমগঞ্জ জেলাধীন বাজা‌রিছড়ার শ্রীনগর গ্রামের এক শিশুর মৃত্যুা হয়েছে অভিযোগ তুলে করিমগঞ্জ শহরে উত্তেজনার সৃষ্টি হয়েছ।

করিমগঞ্জের লাইফ লাইন নামের এক বেসরকারি হাসপাতালের চি‌কিত্‍স‌কের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মৃ‌তের প‌রিবা‌রের লো‌কজন।

বাজারিছড়ার শ্রীনগর গ্রামের নিহত ছেলের বাবা কি‌শোর পাল জানান, নয় মাস বয়সি তাঁর শিশুপুত্রকে চি‌কিত্‍সার জন্য গত শনিবার লাইফ লাইন হাসপাতালে ভরতি করেছিলেন তাঁরা। কিন্তু এই হাসপাতালে চিকিত্‍সায় শিশুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় উন্নত চিকিত্‍সার জন্য গতকাল বুধবার তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিন্তু মেডিক্যাল কলেজে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর আজ বৃহস্পতিবার করিমগঞ্জের লাইফ লাইন হাসপাতালে আসেন শিশুটির বাবা ও মা। তাঁরা ভুল চিকিত্‍সায় মৃত্যুর অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন। খবরে প্রকাশ, উভয় পক্ষের তরফে থানায় পৃথক পৃথক অভিযোগনামা দা‌য়ের করা হয়ে‌ছে।

Show More

Related Articles

Back to top button