Barak Valley
বদরপুরে ওভারব্রিজে মৃতদেহ উদ্ধার

বদরপুর : বদরপুর রেল জংশন সংলগ্ন ফুট ওভার ব্রিজের ওপর পরিত্যক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে রেল শহরে৷ মৃত্যুর কারণ ঘিরে ধন্দে আমজনতা৷
জানা গেছে, মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ পথচারীরা লাশটি পড়ে থাকতে দেখেন৷ প্রথমে কেউ শনাক্ত করতে পারেননি৷ যুবকটির পরনে ছিল সাদা ছাপার শার্ট ও হালকা মেরুন রঙের ফুল প্যান্ট৷ এই ঘটনায় টান টান উত্তেজনা বিরাজ করছে রেলশহর বদরপুরে৷ অবশেষে জনৈক ব্যক্তির মরদেহ শনাক্ত করা গেছে৷
জানা গেছে, মৃত ব্যক্তির নাম মন্নান আলি৷ বয়স আনুমানিক ৫০ বছর৷ বাড়ি পাথারকান্দি এলাকার বাসিন্দা৷ তবে তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ খবর দেওয়া হয় জিআরপি এবং বদরপুর থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিলে পাঠিয়েছে৷