পাথারকান্দিতে গণেশ পুজোর ব্যাপক প্রস্তুতি

পাথারকান্দি : মাসখানেক পর গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এবার করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দিতে উদযাপিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশ পুজো। এতে গত কয়দিন ধরে গণপতি বাপ্পার পুজোকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথমবারের মতো পাথারকান্দি রবীন্দ্রভবনের খোলা মাঠে বৃহত্ বাজেটের এই পুজোর আয়োজন করেছে ওমকার গ্রুপ।
এনিয়ে সম্প্রতি আয়োজক গ্রুপের পক্ষ থেকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে সভাপতি, থানার ওসি সমরজিত্ বসুমতারি, শশীবাবু সিনহা ও সঞ্জীব দেবনাথকে উপ-সভাপতি হিসেবে মনোনীত করে ওমকার গ্রুপ পুজোর যাবতীয় প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। একইভাবে রুবেল পাল সাধারণ সম্পাদক ও অয়ন দে, ঋতুরাজ দাস, গৌরব পাল, নয়ন দে, বাবু দে, আদিত্য গুপ্ত, সূর্য ভৌমিক,জয়দীপ পালকে সহ-সম্পাদক ছাড়াও অভিজিত্ দাস কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন।
স্থানীয় মৃত্শিল্পী কালা আচার্যের শৈল্পিক ছোঁয়ায় গণপতি বাপ্পার বিশাল প্রতিমা নির্মাণের কাজও চলছে জোরকদমে। পুজোর দিন রকমারি আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলা হবে পুজো মণ্ডপ।নির্ধারিত নির্ঘিণ্ট হিসাবে ১৮ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে শুভারম্ভ হবে গণপতি পুজোর।
এদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক তথা পুজো পরিচালন কমিটির সভাপতি কৃষ্ণেন্দু পাল। এ প্রসঙ্গে শনিবার কথা বলতে গিয়ে আয়োজক পুজো কমিটির সাধারণ সম্পাদক রুবেল পাল বলেন, প্রায় তিন লক্ষাধিক টাকা বাজেটের উপর ভিত্তি করে এই পুজোর আয়োজন করা হচ্ছে। দর্শনার্থীদের ভিড় এড়াতে নিয়োগ করা হবে স্বেচ্ছাসেবক বাহিনীও। গত দু-বছর ভয়াবহ করোনা আবহে বাঙালির বড় আকারের পুজোর জৌলুস প্রায় হারিয়ে যেতে বসেছিল। কিন্তু এবার প্রথমবারের মতো পাথারকান্দিতে বিগ বাজেটের এই গণেশ পুজোর আয়োজন হারানো সেই জৌলুসকে কিছুটা হলেও ফিরিয়ে আনবে বলে আশাবাদী তাঁরা।