Barak Valley

করিমগঞ্জে ১.৫ কোটি টাকার ইয়াবা সমেত গ্রেফতার এক

করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা পুলিশের পৃথক অভিযানে উদ্ধার হয়েছে মোট ৩০ হাজার মাদক-ট্যাবলেট ইয়াবা। বাজেয়াপ্তকৃত ইয়াবাগুলির আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে ১.৫ কোটি টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে জয়নাল হক নামের এক মাদক কারবারিকে।

গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে প্রথমে চরগোলা এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে তৈরি ২০ হাজার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সমেত আটক করা হয় লামাজুয়ার গ্রামের জয়নাল হককে।

জয়নাল হকের বিরুদ্ধে করিমগঞ্জের সদর থানায় মাদক আইনে মামলা নথিভুক্ত করে গ্রেফতার করে পুলিশ। তার জবানবন্দির ভিত্তিতে পুলিশ অভিযান চালায় একই এলাকার জনৈক জামাল হুসেনের বাড়িতে। কিন্তু জামাল হুসেনকে ধরা সম্ভব না হলেও তার ঘর থেকে উদ্ধার হয় ১০ হাজার ইয়াবা।

Show More

Related Articles

Back to top button