Barak Valley

জড়েরবাজার মাদ্রাসায় বিশ্বশান্তির জন্য মোনাজাত মাওলানা গোবিন্দপুরীর

আমির হোসেন, করিমগঞ্জ : উত্তর করিমগঞ্জের বয়তুল উলুম জড়েরবাজার মাদ্রাসায় বিশ্বশান্তির জন্য মোনাজাত করলেন উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা পিস মিশন ইণ্ডিয়ার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরী। মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা গৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোনাজাত করেন গোবিন্দপুরী। তিনি বলেন, ভারতবর্ষের সর্বধর্মের জনগণের ভ্রাতৃত্ব ও সমভাবের উদাহরণ বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। আর এটা বাস্তবায়ন করতে হলে প্রথমে হিংসা মুক্ত ভারত গঠন করতে হবে। আগামী ৬ নভেম্বর জড়েরবাজারে এক শিক্ষা সেমিনারের আয়োজন করা হবে বলে জানান গোবিন্দপুরী। মোনাজাতে সামিল ছিলেন মাওলানা মুফতি নিজাম উদ্দিন চৌধুরী, এইচ এম আমির হোসেন, মুফতি তাহির আহমেদ, মাওলানা ইসলাম উদ্দিন, মুফতি ফখর উদ্দিন, মাওলানা মতিউর রহমান, সমাজকর্মী আব্দুল হান্নান, হাফিজ আব্দুল আহাদ, আবেদ হোসেন প্রমুখ। মোনাজাতের আগে স্থানীয় বাকি মিয়ার বাড়িতে এলাকার বিশিষ্টজনদের সঙ্গে সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মাওলানা আহমদ সায়ীদ গোবিন্দপুরী। সেখানে উপস্থিত হয়ে সম্মাননা পত্র তাঁর হাতে তুলে দেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, ফখরুদ্দিন আলি আহমেদ মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা বিলাল আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা।

Show More

Related Articles

Back to top button