Barak Valley
দুল্লভছড়া দশভূজা সংঘের দুর্গোৎসব প্রস্তুতি শুরু

দুল্লভছড়া : প্রতি বছরের ন্যায় এবারও দুল্লভছড়া দশভূজা সংঘ পরিচালিত সর্বজনীন দুর্গাপূজা কমিটির মন্ডপের ঈশান ও ভূমিপূজা বৃহস্পতিবার বৈদিক রীতি মেনে সম্পন্ন হয়৷ শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের আগমনি বার্তা বেজে উঠে৷ এবার ৬ বছরে দুল্লভছড়া দশভূজা সংঘ পরিচালিত সর্বজনীন দুর্গাপূজা৷
বিগত কয়েক বছর থেকেই দশভূজা সংঘের পূজাতে দূর-দূরান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে৷ এবারও সেরকমই প্রস্তুতি নিচ্ছে ক্লাব৷ এবার পুজো হচ্ছে দুল্লভছড়া হাসপাতাল রোডের বন্ধন ব্যাঙ্কের নিকটে৷ তাই কমিটির তরফে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হচ্ছে৷