Barak Valley
করিমগঞ্জের খাদ্য সুরক্ষা যোজনার চাল বরাদ্দ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলায় সেপ্টেম্বর মাসের জাতীয় খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধা প্রাপকদের রেশন কার্ড পিছু ৩৫ কেজি করে এবং প্রায়োরিটি হাউজহোল্ড রেশন কার্ড ধারীদের মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যে বিতরণ করতে বরাদ্দ করা হয়েছে বলে করিমগঞ্জের খাদ্য অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জানানো হয়েছে।