উত্তর করিমগঞ্জের মন্ডল বিজেপির ভোটার সচেতনতা কর্মশালা

করিমগঞ্জ : গোটা দেশের সঙ্গে বিজেপির তরফে করিমগঞ্জেও জোর কদমে ভোটার সচেতনতা অভিযান চলছে৷ শুক্রবার উত্তর করিমগঞ্জ মন্ডল বিজেপির তরফে ভোটার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়৷ ভোটার তালিকায় নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা, অবাঞ্ছিত ব্যক্তির নাম কর্তন, স্থানান্তর ও সংশোধন সম্পর্কে সচেতন করা হয় কর্মশালায়৷ যাদের বয়স ১৮ হয়েছে তাদের নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে দল৷ সেই সঙ্গে মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে৷ দলের তরফে নির্দিষ্ট ফর্মে নতুনদের নাম সহ যাবতীয় তথ্য লিখে নির্বাচন কার্যালয়ে জমা করা হবে৷
এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন ASTC Chairman মিশন রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জ মন্ডল সভাপতি পাপলু দেব, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ, জেলা সাধারণ সম্পাদক নির্মল বণিক সহ অন্যরা৷ তাঁরা বলেন, ভোটার তালিকায় নতুনদের নাম অর্থাৎ যাদের বয়স ১৮ হয়েছে তাদের নাম সন্নিবিষ্ট করা এবং মৃতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে সবার সচেতন হওয়া জরুরি৷ প্রথমবারের মতো যারা ভোটাধিকার পাবেন তাঁদের স্বাগত জানানো হয়৷ এদিনের কর্মশালায় মন্ডলের বিভিন্ন পদাধিকারী সহ উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ৷