Barak Valley
কাল হাইলাকান্দিতে শিক্ষক দিবস

জনসংযোগ, হাইলাকান্দি, ৩ সেপ্টেম্বর : হাইলাকান্দিতেও মঙ্গলবার ৬২ তম শিক্ষক দিবস পালন করা হবে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরের হরকিশোর হাইয়ার সেকেন্ডারি স্কুলে জেলা পর্যায়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এতে জেলার কৃতি ৫৯ জন শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হবে। এই উপলক্ষে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য নিয়ে দুই নির্দিষ্ট বক্তা ড. অরুনিমা দে এবং অধ্যক্ষ সুখেন্দু চক্রবর্তী আলোচনা পেশ করবেন। সকাল সাড়ে ১১ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের সূচনা করবেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে।