Barak Valley
করিমগঞ্জ কলেজে সংস্কৃত দিবস উদযাপিত

করিমগঞ্জ : যথাযোগ্য মর্যাদায় শুক্রবার করিমগঞ্জ কলেজে সংস্কৃত দিবস পালন করা হয়৷ উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের আচার্য ড. গোবিন্দ শর্মা, কলেজ অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী, IQAC প্রমুখ ড. সুজিত তিওয়ারি, বাংলা বিভাগের প্রধান ড. বিশ্বজিৎ ভট্টাচার্য, সংস্কৃত বিভাগের প্রধান ড. মৌসুমি দাস৷ পরিচালনায় ছিলেন সংস্কৃত বিভাগের শিক্ষিকা পুষ্পিতা চক্রবর্তী৷
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্টজনেরা৷ বক্তব্য পেশ করেন অধ্যক্ষ ড. রামানুজ চক্রবর্তী, ড. সুজিত তিওয়ারি, বাংলা বিভাগের প্রধান ড. বিশ্বজিৎ ভট্টাচার্য, পুষ্পিতা চক্রবর্তী ও ড. গোবিন্দ শর্মা৷ কল্যাণ মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়৷