Barak Valley
বদরপুর ব্লকে নতুন কক্ষের উদ্বোধন

বদরপুর : বদরপুর ব্লকে বিডিও-র নব নির্মিত অফিস কক্ষের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার৷ করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ আনুষ্ঠানিক ভাবে এই কক্ষের উদ্বোধন করেন৷ এই কক্ষ নির্মাণের জন্য বদরপুর আঞ্চলিক পঞ্চায়েতের তহবিল থেকে মোট ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়৷ এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মিডিয়া পেনেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, বিডিও ছামছুল আলম চৌধুরী, ব্লক সভাপতি দীপঙ্কর রায়, ব্লক মন্ডল সভাপতি অমিয় কান্তি দাস, মহাকল জিপি সভানেত্রীর প্রতিনিধি মঞ্জুর আহমদ প্রমুখ৷ পরে ব্লকের কনফারেন্স হল, আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির কার্যালয় ও বিডিওর অফিসের চাকচিক্য দেখে সাংসদ ব্লক সভাপতি ও বিডিওর ভূয়সী প্রশংসা করে তিনি উপহার স্বরূপ ৫টি এসি লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন৷