করিমগঞ্জের বদরপুরে লরি থেকে হেরোইন বাজেয়াপ্ত, ধৃত দুই

বদরপুর : ফের করিমগঞ্জের বদরপুর থেকে ফের উদ্ধার হয়েছে হেরোইন। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে লরি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে। গতকাল রবিবার রাতে বদরপুর থানার ওসি ও করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের যৌথ তল্লাশিতে নেশাদ্রব্য হেরোইন উদ্ধার করা হয় বদরপুর জাতীয় সড়কে।
জানা গেছে, এই অভিযানে সাতটি সাবান কেসে ১০৪ গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। বদরপুর পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে থানা সংলগ্ন বরাক ভ্যালি লজের কাছে পুলিশ অস্থায়ী গেটে বসে তালাশি চালিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বদরপুরের ওসি সহ ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে নিয়ে অভিযানে নেমে এই সাফল্য লাভ করেন।
আজ সোমবার করিমগঞ্জ পুলিশের এক আধিকারিক জানান, পাঁচগ্রামের দিক থেকে আগত এএস ১১ ডিসি ৩৬৮৬ নম্বরের একটি লরি (১২১৪) বাজেয়াপ্ত করা হয়েছে। এর সাথে বদরপুরের মাছলি এলাকার বাসিন্দা চালক আবদুল খালেক ও মকই ভাঙ্গা এলাকার সহ-চালক রুহুল ইসলামকে আটক করে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।