Barak Valley
করিমগঞ্জ সিভিল হাসপাতালে অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু

করিমগঞ্জ : করিমগঞ্জ সিভিল হাসপাতালে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃত্যু হয়েছে। চিকিত্সারত অবস্থায় দুদিনের মাথায় আজ বুধবার বিকালে মৃত্যু হয়েছে মহিলার।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর করিমগঞ্জ শহরের বাজার এলাকা থেকে অসুস্থ অজ্ঞাতপরিচয় মহিলাকে উদ্ধার করেছিল সদর পুলিশের দল। এর পর পুলিশ তাঁকে ভরতি করে সিভিল হাসপাতালে। কিন্তু দুদিনের মাথায় আজ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
করিমগঞ্জ পুলিশের জনৈক আধিকারিক জানান, অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে মর্গে রাখা হয়েছে তাঁর লাশ। ৭২ ঘণ্টার মধ্যে মহিলার কোনও নিকটাত্মীয়ের সন্ধান পাওয়া না গেলে বেওয়াড়িশ লাশ হিসেবে আইনি পদ্ধতি অনুযায়ী তাঁর সত্কার করা হবে।