বদরপুরের হোটেলে পুলিশের হানা, ড্রাগস সমেত আটক চার

বদরপুর : মাদকের রমরমা দক্ষিণ অসমের বরাক উপত্যকা জুড়ে। এবার হোটেলে হানা দিয়ে ড্রাগস সমেত চার পাচারকারীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ শুক্রবার সন্ধ্যায় অভিযানে নামে বদরপুর পুলিশের দল। অভিযান চালানো হয় শহরের এক আবাসিক হোটেলে। হোটেলের নির্দিষ্ট কক্ষে তালাশি চালিয়ে চার পাচারকারীকে আটক করা হয়। ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে ৬-টি প্লাস্টিকের কৌটা ভরতি ৮ গ্রাম হেরোইন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্তকৃত হেরোইনের বাজারমূল্য ৭৭ হাজার টাকা। ধৃত চারজনের মধ্যে তিনজন নগাঁও জেলাধীন শিমুলুগুড়ি এলাকার যথাক্রমে আব্দুল রশিদের পুত্র শাহজাহান আলি, জহুর আলির পুত্র মইনুল হুসেইন ও রমজান আলি এবং লখিমপুরের খেওলতি গ্রামের জনৈক মজন আলির পুত্র শুক্কুর আলি।
বদরপুর থানার জনৈক আধিকারিক জানান, ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হবে। বর্তমানে জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে । এদের সঙ্গে বদরপুরের কোন মাদক পাচারকারীর সংযোগ রয়েছে, পুলিশ সেই দিকটা তদন্ত করে দেখছে।