Updates
হাইলাকান্দিতে লোক আদালত ৯ ডিসেম্বর

জনসংযোগ, হাইলাকান্দি, ১০ নভেম্বর : হাইলাকান্দি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর হাইলাকান্দি জেলা ও দায়রা জজ প্রাঙ্গনে এক লোক আদালত অনুষ্ঠিত হবে। এই লোক আদালতে ব্যাংক সম্বন্ধীয় মামলা এবং আদালতে বিচারাধীন মামলা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
মামলা নিষ্পত্তির জন্য ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এই ফোন এবং ওয়াটসআপ নম্বর ৯৩৪৩৫৫৮৩০১০ অথবা ইমেইল legalhkd@gmail.com এ যোগাযোগ করতে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। এছাড়া এ ব্যাপারে কোন সহায়তার জন্য জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের আইনজীবী মিনার উদ্দিন বড় ভূঁইয়া ( ৯৪০১১৩৭৫২৭) কাজী আবুল হাসান (৯১২৭৫১৬১৭২) এর সঙ্গেও যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।