লাঠিটিলা BSF-র Civic Action Programme পাথারকান্দিতে

পাথারকান্দি : সীমান্ত জেলা করিমগঞ্জের ভারত-বাংলা সীমান্তের লাঠিটিলা ১৩৪ নং Bn. BSF-র উদ্যোগে Civic Action Programme অনুষ্ঠিত হয়৷ শুক্রবার Civic Action Programme-এ ভারত-বাংলা সীমান্ত এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইকেল, বই, খাতা, কলম ও ব্যাগ বন্টন করা হয়৷ পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের হাতে বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেওয়া হয়৷ এছাড়া সীমান্ত এলাকার বসবাসকারী গরীব দুস্থ পরিবারের লোকদের মধ্যে সাইকেল, Wheel Chair, সেলাই মেশিন, Pump, কোদাল, দা, বেলচা, Torch Light, ছাতা, জলের বাকেট, Fan, স্টিলের বালতি সহ অন্যান্য সামগ্রী বন্টন করা হয়৷ এদিনের programme-এ BSF-র পক্ষ থেকে ৩ লক্ষ ৪০ হাজার ৭০০ টাকার জিনিস প্রদান করা হয়৷ এদিনের programme-এ উপস্থিত ছিলেন BSF-র DIG ড. সিপি মিনা, এস এইচ রবীন্দ্র কুমার, এস এইচ হরেন্দ্র সিং তোমার, Insp. আর এস কেয়ামত, Insp. একেএম আলি সহ BSF-র অন্যান্য আধিকারিকরা৷