Barak Valley
বিপজ্জনক ভাবে থাকা গাছ কাটার জন্য সতর্কতা জারি

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরের টাউন কালীবাড়ি রোডের সেশন জজ কোর্টের পাশে বিপজ্জনক ভাবে থাকা গাছ আগামী ২৪ ডিসেম্বর সকাল ৮টায় কাটা হবে বলে করিমগঞ্জ সদর রেঞ্জের রেঞ্জ ফরেস্ট অফিসার অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে প্রেরণ করা এক পত্র যোগে জানিয়েছেন৷
এতে ওই দিন সকাল ৮টায় ৩-৪ পর্যন্ত ওই গাছ কাটা হবে৷ তাই ওই সময়সীমায় কোর্ট সংলগ্ন এলাকায় কোন ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বন বিভাগ থেকে বিদ্যুৎ বিভাগের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷
পাশাপাশি, ২৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে গাছ কাটা প্রক্রিয়া চলাকালীন সময়ে যাতে কোন অবাঞ্ছিত দুর্ঘটনা না ঘটে তার জন্য জনগণকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে সতর্ক করা হয়েছে৷ ওই সময় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে৷