Barak Valley
শিরিষপুর ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে শনিবার নিষেধাজ্ঞা

জনসংযোগ, হাইলাকান্দি, ২৮ ডিসেম্বর : হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিষপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের ৫০০ মিটার বরাবর চতুর্দিকের এলাকায় আগামী ৩০ ডিসেম্বর সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জনসাধারণ এবং গবাদি পশুর চলাচল এবং প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। হাইলাকান্দি জেলা পুলিশের বার্ষিক রেঞ্জ ক্লাসিফিকেশন মহড়ার জন্য ৩০ ডিসেম্বর তারিখে ওই এলাকায় এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে এক আদেশে জানানো হয়েছে।