Barak Valley
ABVP-র জাতীয় অধিবেশনে যোগ দিতে রওয়ানা করিমগঞ্জের ১৫ জন
করিমগঞ্জ : নতুন দিল্লিতে বিজেপির জাতীয় অধিবেশনে যোগ দিতে করিমগঞ্জ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ১৫ জন প্রতিনিধি৷ ছাত্র সংগঠনের জেলা সংগঠন মন্ত্রী ভাস্কর সরকারের নেতৃত্বে তাঁরা রবিবার রাতে বদরপুর থেকে ট্রেনের রওয়ানা দিয়েছেন৷ এখান থেকে গুয়াহাটি, তারপর গুয়াহাটি থেকে সরাসরি দিল্লি৷ একই ট্রেনে করে শিলচরের প্রতিনিধিরাও যাচ্ছেন৷ হাইলাকান্দির প্রতিনিধিরা যাবেন সোমবার৷ পরবর্তীতে গুয়াহাটি থেকে একসঙ্গে ট্রেনে চড়বেন ৩ জেলার ছাত্র সংগঠনের প্রতিনিধি দল৷