Barak Valley
APSC-তে উত্তীর্ণদের সংবর্ধনা দিলেন করিমগঞ্জের পুলিশ সুপার
করিমগঞ্জ : সদ্য ঘোষিত Assam Public Service Commission-এ উত্তীর্ণদের সংবর্ধনা দিলেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস৷ শনিবার পুলিশ সুপারের সভাকক্ষে জেলার ৪ কৃতী সন্তানদের গামোছা ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান সুপার পার্থপ্রতিম দাস৷ পাশাপাশি তিনি তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময়ও করেন৷ সংবর্ধনা প্রাপকরা হলেন শাওন সূত্রধর, আবু সায়েদ মহম্মদ, গোলজার হোসেন, ফয়েজ আহমেদ ও গৌরব দাস৷